Dhaka 5:38 am, Friday, 2 January 2026

সালথায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থ বছরে (১ম সংশোধিত) এর আওতায় ফরিদপুরের সালথায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে বকনা বাছুর তুলে দেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। অনুষ্ঠান পরিচলনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খায়ের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু জানান, উপজেলার ৮ টি ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী ৫টি গ্রুপের মোট ৬০ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে। মৎস্য আহরোণের পাশাপাশি তারা গাভি পালন করে জীবীকা নির্বাহ করতে পারবে। এর ফলে দেশীয় প্রজাতির মাছের বৃদ্ধিতে তারা সহায়ক ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবিকতায় উষ্ণতা ছড়াল কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব

সালথায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ

Update Time : 07:42:27 pm, Tuesday, 23 December 2025

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থ বছরে (১ম সংশোধিত) এর আওতায় ফরিদপুরের সালথায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে বকনা বাছুর তুলে দেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। অনুষ্ঠান পরিচলনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খায়ের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু জানান, উপজেলার ৮ টি ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী ৫টি গ্রুপের মোট ৬০ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে। মৎস্য আহরোণের পাশাপাশি তারা গাভি পালন করে জীবীকা নির্বাহ করতে পারবে। এর ফলে দেশীয় প্রজাতির মাছের বৃদ্ধিতে তারা সহায়ক ভূমিকা রাখবে।