
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থ বছরে (১ম সংশোধিত) এর আওতায় ফরিদপুরের সালথায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে বকনা বাছুর তুলে দেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। অনুষ্ঠান পরিচলনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খায়ের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু জানান, উপজেলার ৮ টি ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী ৫টি গ্রুপের মোট ৬০ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে। মৎস্য আহরোণের পাশাপাশি তারা গাভি পালন করে জীবীকা নির্বাহ করতে পারবে। এর ফলে দেশীয় প্রজাতির মাছের বৃদ্ধিতে তারা সহায়ক ভূমিকা রাখবে।
আবুল বাসার : 









