Dhaka 5:39 am, Friday, 2 January 2026

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)–এর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্র ধারণ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

৭ ডিসেম্বর একাধিক অভিযানে মাদকদ্রব্য জব্দ
আলীনগর বিওপি: ৭ ডিসেম্বর রাত আনুমানিক ১০ টা ২৫ মিনিটে আলীনগর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার–২০১৫/৩-এস থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ভারতীয় গাঁজা ১৪ কেজি এবং ভারতীয় মদ ৩০ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট মূল্য ৯৪,০০০ টাকা।
বিষ্ণপুর বিওপি: একই দিন বিকেল ১৪:২৫ মিনিটে বিষ্ণপুর বিওপি’র টহলদল বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সীমান্ত পিলার–২০১৩/৩-এস থেকে ১৫০ গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১,০০,৫০০ টাকা। এদিন রাত ২২:৪৫ মিনিটে আরেকটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় ২ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ইস্কফ জব্দ করা হয়। মূল্য ২৭,০০০ টাকা।
ধর্মঘর বিওপি: একই দিন সন্ধ্যা ১৮:২০ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার মূল্য ৩৫,০০০ টাকা।
৮ ডিসেম্বর ২০২৫ : বিশেষ অভিযানে চোরাচালান পণ্য জব্দ
৮ ডিসেম্বর রাত ০৩:১০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন–এর ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার–২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে পরিচালিত অভিযানে নিম্নোক্ত চোরাচালান পণ্য জব্দ করা হয়—
ভারতীয় কসমেটিকস: ৬২৩ পিস
সিগারেট: ১,৪৩০ প্যাকেট
চকলেট: ১,৭৮২ পিস
কাভেরী মেহেদী: ৫৬৪ পিস
জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য ১০,২১,২৬০ টাকা।

মোট জব্দ
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)–এর ধারাবাহিক অভিযানে ৭ ও ৮ ডিসেম্বর তারিখে জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে ১২,৭৭,৭৬০ টাকা।

বিজিবির কঠোর নজরদারি অব্যাহত
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে ২৫ বিজিবি নিয়মিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবিকতায় উষ্ণতা ছড়াল কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)–এর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

Update Time : 09:03:17 am, Tuesday, 9 December 2025

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্র ধারণ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

৭ ডিসেম্বর একাধিক অভিযানে মাদকদ্রব্য জব্দ
আলীনগর বিওপি: ৭ ডিসেম্বর রাত আনুমানিক ১০ টা ২৫ মিনিটে আলীনগর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার–২০১৫/৩-এস থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ভারতীয় গাঁজা ১৪ কেজি এবং ভারতীয় মদ ৩০ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট মূল্য ৯৪,০০০ টাকা।
বিষ্ণপুর বিওপি: একই দিন বিকেল ১৪:২৫ মিনিটে বিষ্ণপুর বিওপি’র টহলদল বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সীমান্ত পিলার–২০১৩/৩-এস থেকে ১৫০ গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১,০০,৫০০ টাকা। এদিন রাত ২২:৪৫ মিনিটে আরেকটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় ২ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ইস্কফ জব্দ করা হয়। মূল্য ২৭,০০০ টাকা।
ধর্মঘর বিওপি: একই দিন সন্ধ্যা ১৮:২০ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার মূল্য ৩৫,০০০ টাকা।
৮ ডিসেম্বর ২০২৫ : বিশেষ অভিযানে চোরাচালান পণ্য জব্দ
৮ ডিসেম্বর রাত ০৩:১০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন–এর ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার–২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে পরিচালিত অভিযানে নিম্নোক্ত চোরাচালান পণ্য জব্দ করা হয়—
ভারতীয় কসমেটিকস: ৬২৩ পিস
সিগারেট: ১,৪৩০ প্যাকেট
চকলেট: ১,৭৮২ পিস
কাভেরী মেহেদী: ৫৬৪ পিস
জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য ১০,২১,২৬০ টাকা।

মোট জব্দ
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)–এর ধারাবাহিক অভিযানে ৭ ও ৮ ডিসেম্বর তারিখে জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে ১২,৭৭,৭৬০ টাকা।

বিজিবির কঠোর নজরদারি অব্যাহত
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে ২৫ বিজিবি নিয়মিত।