
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির ফাঁকা রাখা নীলফামরী ১ (ডোমার-ডিমলা) আসনের মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নীলফামারী জেলার মুখপাত্র এবং কলামিস্ট রাশেদুজ্জামান রাশেদ (মোঃ রাশেদ ইসলাম)।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে রাশেদ জানিয়েছেন, গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক( উত্তরাঞ্চল) আবু সাঈদ লিওন ও নীলফামারী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসিফ ইকবাল মাহমুদ।
মনোনয়ন ফরম সংগ্রহের পর নিজের প্রার্থিতা নিয়ে রাশেদুজ্জামান রাশেদ (মোঃ রাশেদ ইসলাম) জনকণ্ঠকে বলেন, দলের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা আছে যে, ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হবো। রাশেদুজ্জামান রাশেদ দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক কাজে সক্রিয়। সমাজসেবা, শিক্ষা সহায়তা ও যুব উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি কলামিস্ট; ছিলেন একজন সক্রিয় জুলাই যোদ্ধা, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রাশেদুজ্জামান রাশেদ বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, সেবার জায়গা। আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই। ডোমার ও ডিমলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য এলাকার শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে যে বৈষম্য আছে, তা দূর করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসা পেলে নির্বাচনে অংশ নিয়ে কাজের মাধ্যমে সেই আস্থা রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতি মানে মানুষের জীবনমান পরিবর্তনের সংগ্রাম। এনসিপির আদর্শ ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমি তৃণমূলের মানুষকে সংগঠিত করছি। যদি মনোনয়ন পাই, তবে ডোমার-ডিমলাকে একটি আধুনিক, উন্নত ও স্বনির্ভর অঞ্চলে রূপ দিতে পারব আমার বিশ্বাস।”
সূত্র মতে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে। মনোনয়ন ফরমের দাম ১০ হাজার টাকা। তবে জুলাই আহত ও নিম্ন আয়ের মানুষ ২ হাজার টাকা দিয়ে এই ফরম সংগ্রহ করতে পারবে।
এদিকে গত ৩ নভেম্বর দেশের ২৩৭ টি আসনে বিএনপি তাদের দলীয় প্রার্থীর প্রাথমিক নামের তালিকা ঘোষণা করলেও নীলফামারীর চারটি আসনের মধ্যে দুটি আসন নীলফামারী ১ ও নীলফামারী ৩ আসন ফাঁকা রেখেছে। অনেকের ধারণা বেশকিছু দিন ধরে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার গুঞ্জন শোনা যাচ্ছিল। বিএনপির ফাঁকা রাখা আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ (মোঃ রাশেদ ইসলাম) মনোনয়নপত্র কেনায় সেই গুঞ্জনের পালে হাওয়া লাগল বলে মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে এনসিপির পক্ষে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া নীলফামারী ৩ (জলঢাকা) আসনের বিষয়ে এখনও কিছু জানা না গেলেও অনেকে ধারণা করছে এই আসনে বিএনপির সাথে শরিকে আসা ভিপি নুরের গণঅধিকার পরিষদ প্রার্থী দিবেন।
আসন দুটিতে বিএনপি এখনো প্রার্থী না দিলেও দুটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর নাম ঘোষনা দিয়েছেন। এ ছাড়া নীলফামারী ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন দলটির দুজন শীর্ষ নেতা। এরা হলেন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহবায়ক সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও জাতীয়তাবাদী কৃষক দলের পল্লী উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় সহ-সম্পাদক আহম্মেদ বাকের বিল্লাহ মুন। এ ছাড়া জনসংযোগে রয়েছে বিএনপি সাথে শরিক দলের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং গণসংহতি আন্দোলন (জিএসএ) মহব্বত হোসেন মিলন।
অপরদিকে নীলফামারী ৩ (জলঢাকা) আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা না করলেও এখানে নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষে প্রচন্ড জোড়ে সরে প্রচার প্রচারণা চলছে। বিভিন্ন সূত্র বলছে এই আসনে এনসিপির পক্ষে প্রার্থী দেয়া হবে না। এই আসনে প্রার্থী দেবে বিএনপির জোটের শরিক ভিপি নুরের গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইন বাবুকে।
অপর দিকে বিএনপির জোটের অপর শরিক গণসংহতি আন্দোলন (জিএসএ) প্রদীপ রায়কে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এ ছাড়া নীলফামারী ১ আসনে জামায়াত দলীয় ঘোষিত প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মওলানা আব্দুস সাক্তার ও নীলফামারী ৩ আসনে দলের সুরা সদস্য ওবায়দুল্লাহ খান সালাফী পুরোদমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মোঃ মফিজুল ইসলামঃ 


















