
চুয়াডাঙ্গা সদর থানা মোমিনপুর ইউনিয়ন জাকের পার্টি ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এক জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদীর নির্দেশে সারাদেশব্যাপী আয়োজিত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জনসভা কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় উপস্থিত ছিলেন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের থানা ও মহানগর নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “জাকের পার্টি নীতি, আদর্শ ও সততার ভিত্তিতে পরিচালিত হয়। দলের কোনো নেতা-কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসভা স্থলে এসে শেষ হয়। পরে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদকঃ 













