
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে “মা” ইলিশ রক্ষা ও সংরক্ষন অভিযানে কালে, পদ্মা নদীর তীর অঞ্চলে কলাবাগান সহ একাধিক স্থান থেকে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও কোস্ট গার্ড। বুধবার (৮ই অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি করছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রীনাথ শাহা।
আটককৃত’রা হলো, ফরিদপুর জেলাধীন নর্থ চ্যানেল ইউনিয়নের ৮নং ওয়ার্ড গুলজার মিয়ার ডাঙ্গি গ্রামের ১। মোঃ রুহুল আমিন (৩৩), ২। মোঃ ইসাক মোল্লা (৪০), ৩। মোঃ সালাম মোল্লা (৩৬), ৪। মোঃ চুরমান (৩২), ৫। মোঃ আলমগীর (৩০), ৬। মোঃ ফজল মোল্লা (৩৫), ৭। ওবাইদুর সরদার (৩০), এছাড়াও রাজবাড়ী জেলাধীন দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাত্তার মেম্বার পাড়া গ্রামের ৮। মোতালেব কাজি (৪৫), ৯। বাচ্চু সরদার(৩৫)। এসময় জেলেদের নিকট থেকে উদ্ধার করা হয়, প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য ও ৫ মিটার প্রস্ত ১৮০০ টাকা মুল্যের অবৈধ কারেন্ট জাল।
এ বিষয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শ্রীনাথ শাহা বলেন,গত রাতে অভিযান চালিয়ে ইলিশ সহ ৯ জেলেকে আটক করা হয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে। আর উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানায় দান করা হয়েছে। মা ইলিশ রক্ষায় দৌলতদিয়া নৌপুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 













