
০২/০২/২৫ রবিবার অনুমান ০৬ঃ১৫ ঘটিকার সময় সদরপুর থানার জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সম্বলিত লিফলেট বিতরণ কালে প্রিন্স চৌধুরী (৪২)পিতা- মৃত আবদুর রাজ্জাক চৌধুরী, সাং- দঃ চর বিষ্ণুপুর, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর কে ০৭(সাত) পিচ লিফলেট সহ স্হানীয় লোকজনদের সহায়তায় তাকে আটক করা হয়। আটক কৃত আসামি বর্তমানে সদরপুর থানা হেফাজতে আছে। লিফলেট জব্দ করা হয়েছে।
সদরপুর থানার ওসি মোঃ মোতালেব হোসেন বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে ধৃত আসামীর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১০০০(এক হাজার) পিস লিফলেট ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন চকবাজার ভাংগাড়ী পট্টি পদ্মা প্রিন্টিং প্রেস থেকে তৈরি করে বা ছাপায়। উক্ত আসামীর সাথে আরো সহোযোগি ছিলেন লোকমান(৪০) পিতা – অজ্ঞাত, সাং-চাদপুর, হবি বেপারী( ৪৫) পিতা-মৃত ইন্তাজ উদ্দিন বেপারী, সাং- চর বিষ্ণু পুর, অজ্ঞাত নামা বৃদ্ধ( ৫২) তারা চরচাদপুর বাজারে লিফলেট বিতরণ করে তারপর জয়বাংলা বাজারে লিফলেট বিতরণ করাকালে আটক হয়। তার সাথে থাকা অন্য আসামীরা দৌড়ে চলে যায়।
আটককৃত আসামী ২০২৪ সালের গত সংসদ নির্বাচনে তিনি “পাটের হাতা ” প্রতীক নিয়ে তৃনমুল বিএনপি থেকে ফরিদপুর-৪ আসন থেকে সংসদ নির্বাচন করেন। তার সহযোগী আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।