
পবিত্র ৭ সফর উরসে খাস আরবী ফাতেহা শরীফ উপলক্ষে শ্রীমঙ্গলে জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট, মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে এক দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম মিশন প্রধানের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ দুলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুকরসহ মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র ফাতেহা শরীফের তাৎপর্য এবং বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (রাঃ) ছাহেবের আধ্যাত্মিক আদর্শ ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
দাওয়াতি মিশনের মাধ্যমে সকলকে ইসলামের সঠিক পথ অনুসরণ, শান্তি, সম্প্রীতি ও আধ্যাত্মিকতার চর্চার আহ্বান জানানো হয়।
শেখ শুক্কুর,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ 
















