
জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন “জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট”-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আরবি ফাতেহা শরীফ ৭ই সফরের পবিত্র উপলক্ষে (১৯ জুলাই ২০২৫) শনিবার জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও তরুণ আলেমগণ অংশগ্রহণ করেন।
১৩ বছর আগে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ছাহেব বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (রহঃ) এর আদর্শ ও শিক্ষা অনুসরণ করে এ সংগঠনের শুভ সূচনা করেন।
সংগঠনটির মূল লক্ষ্য ছিল দেশের তরুণ আলেম সমাজকে ঐক্যবদ্ধ করে ইসলামের সঠিক শিক্ষা, সুফিবাদ, আধ্যাত্মিকতা এবং সামাজিক নৈতিকতার প্রসারে ভূমিকা রাখা। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক নানা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকের পার্টির পক্ষ থেকে এক বাণীতে মহামান্য চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ছাহেব বলেন যুব ওলামা ফ্রন্টের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এটি কেবল একটি সংগঠনের বার্ষিকী নয়, বরং এটি আমাদের তরুণ ওলামা সমাজের প্রতি আস্থা, দায়িত্ব এবং আত্মার জাগরণের স্মারক। আমি বিশ্বাস করি, আল্লাহ ও রাসূল (স.)-এর প্রেম ও খেদমতের মধ্য দিয়ে এ সংগঠন আগামী দিনে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।”
আগামীতেও দেশ ও জাতির কল্যাণে, শান্তি, মানবতা এবং আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এগিয়ে যাবে—এমনটাই আশা সংগঠন সংশ্লিষ্টদের।
নিজস্ব প্রতিবেদকঃ 
















