
ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা দক্ষিণের যুগ্ন আহ্বায়ক আবু হাসনাত আলম রাজিব ভূঁইয়া আজ নবীনগর উপজেলা পরিষদ রোডে ধানের শীষের অফিস উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়া ০৫ নবীনগর সংসদীয় এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন এই নেতা।
পাশাপাশি দল যাকে মনোনয়ন যাকেই দিবেন ধানের শীষ মার্কা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার ঘোষণা দিয়ে বলেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করি এবং লালন করি। আমি আমার দলের কাছে এলাকার মানুষের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য মনোনয়ন প্রত্যাশা করি।
দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি এলাকাবাসীকে শিক্ষা সাংস্কৃতি এবং অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবো ইনশাল্লাহ।
তাছাড়া দলীয় মনোনয়ন দল যে কাউকে দিবেন তার হয়ে কাজ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করে আনব এই প্রত্যাশা অঙ্গীকার করছি।
আবু হাসনাত আলম রাজিব ভূইয়া আজ নবীনগর উপজেলা পরিষদ রোডে অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি তার মনোভাব এভাবেই প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা হাজী নুরুল ইসলাম,,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহসিন, সহসভাপতি উপজেলা বিএনপি । মোঃ সোহেল বিএনপি সভাপতি পৌরা ৬ নং ওয়ার্ড। আব্দুল আহাদ ৭ নং ফর হোয়াট বিএনপি, মোঃ মুসলেম ৪নং ওয়ার্ড বিএনপি
চন্দন কুমার উপজাতীয় বিষয়ক সম্পাদক পৌর বিএনপি
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক পৌর বিএনপি প্রচার সম্পাদক হেলাল উদ্দিন।