
পবিত্র আশুরা উপলক্ষে জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের উদ্যোগে শ্রীমঙ্গলে মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন শুক্রবার জাকার পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা কার্যালয়ে মিশন সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃদুলাল মিয়া।
মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুকুর,কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন খান প্রমুখ।
মিশন সভা শেষে বিশ্ব উম্মাহর শান্তি ও নাজাত কামনা করে মোনাজাত করা হয়।