
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র কলঙ্কমুক্ত ছাত্র সংগঠন জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৯’তম প্রতিষ্ঠা বার্ষিকী সুসম্পন্ন হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিতি থেকে আনুষ্ঠানিক ভাবে পালন করেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৯’তম প্রতিষ্ঠা বার্ষিকী।
জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দিকনির্দেশনা প্রদান করেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী ও বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী।
এছাড়াও থানা জেলা মহানগর বিশ্ববিদ্যালয় সহ সর্বস্তরের জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।