
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সেমিনার শেষে অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন।