
পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশকে আটক করে জেলহাজতে প্রেরণ। পাঁচবিবি থানার ভূয়া ডিবি পুলিশকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে আটক করা হয়ছে বলে জানাযায়। ভূয়া ডিবি পুলিশ হলো দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নূর মোঃ শাহজাহান (৩৯)।
গত ১৫ জানুয়ারি/২৪ সালে উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদ্বীগড়) গ্রামের শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দেয়। এরই একপর্যায়ে নূর মোহাম্মদ সুপথের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ঘরের জিনিসপত্র তল্লাশি করতে থাকে। ভূয়া ডিবি পুলিশ তল্লাশি করে সুপথের বাড়ি থেকে নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সুপথ পাঁচবিবি থানায় ১৮৬০ সালের আইনে ১৭০/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানার এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম সঙ্গীয় অফিসার এএসআই মোঃ সোহেল রানা ভুয়া ডিবি নূর মোহাম্মদ শাহজাহানকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায় শাহজাহানের বিরুদ্ধে পাঁচবিবি থানা ছাড়াও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও দিনাজপুরের ফুলবাড়ী থানায় পৃথক পৃথক জায়গায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চুরি ও ছিন্তাই মামলা রয়েছে।
পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।