
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের চতুর্থ দিনের মধ্যাহ্নে বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জাকের পার্টিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল বলে মন্তব্য করেন।
এই মন্তব্যের পর জাকের পার্টি তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক বিবৃতির মাধ্যমে তারা কোন জোটে ছিল না বলে জানিয়ে দেন।
বিবৃতিতে বলা হয় জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ২০২৩ সালের ৪র্থ জাতীয় কাউন্সিলে এ বিষয়ে পরিষ্কার করে বলেন, তারা কোন জোটের সাথে সম্পৃক্ত নাই এবং কখনো ছিল না। ২০২৩ সালের ২৫ শে আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পার্টির ৪র্থ জাতীয় কাউন্সিলে বলেন, বাস্তবতা কাউকে খাতির করে না। আমি কারও বিরুদ্ধে নই, আমি কারও শত্রুও নই। আমি দেশের মানুষের সাথে আছি। আমি ১৪ দলেও নাই, আমি ৩৬ দলেও নাই, আমি আছি আমার জাকের পার্টির আদর্শ নিয়ে।
বিবৃতিতে আরো বলা হয় গত ৫ই আগস্ট জাকের পার্টি ছাত্রফ্রন্টের দুইজন সদস্য ফারহান ফাইয়াজ ও জুয়েল শাহাদাত বরন করেছেন। আমাদের আগারগাঁও মসজিদ ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আবার গত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন সুষ্ঠু না হওয়ায় একই দিনে ২১৮ টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করেছে জাকের পার্টি যা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এসব বিষয় যাঁরা জানেন না তাঁরা কিভাবে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারেন।
সারাদেশে জাকের পার্টির সকল নেতা-কর্মী বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরর এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, জাকের পার্টির ইতিহাস না জেনে তাঁরা পার্টির বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।
এছাড়াও জাকের পার্টির নেতাকর্মী ও সমর্থকবৃন্দ তাদের এ ধরনের মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রত্যাখ্যান করার জোরালো দাবি জানিয়েছেন।