
টাঙ্গাইল নাগরপুর থানা পুলিশ দীর্ঘদিনের পলাতক, যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।
জিআর মামলার যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা দন্ডপ্রাপ্ত আসামী নাগরপুরের সিংদাইর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. রবিজুল ইসলাম কে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম এক প্রেস রিলিজে জানান, নাগরপুর থানার একটি টিম মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে গতকাল ১৮ জুন বুধবার রাত আনুমানিক ২.৪০ মিনিটের সময় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি মো. রবিজুল ইসলামকে গ্রেফতার করেছে। পরদিন, ১৯ জুন বৃহস্পতিবার আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।