
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ২ ০০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভাজনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে, হাসান রেজ।। উক্ত মাদক ব্যবসায়ির নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে ও সকল মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার সন্ধ্যা ৭ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারী সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে পাশ থেকে ২০০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু করা হয়ে ও আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে সম্পর্কিত তার বিরুদ্ধে অনেক মামলা আছে এবং সেই মামলা বিচারাধীন। এই অভিযানের মাধ্যমে গোয়ালন্দ এলাকার মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। , ঐ এলাকার জনগন বলেন মাদক নির্মূলে এই ধরনের অভিযান চলমান থাকলে এলাকায় মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মের যুবকেরা রক্ষা পাবে ও এলাকায় শান্তি ও সুন্দর একটা পরিবেশ ফিরে আসবে বলে স্হানীয় জনগন জানান।