
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২১ কেজি ওজনের ১ টি পাঙ্গাস মাছ। শুক্রবার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার কিছু দুরে দারগ আলী নামক এক জেলের জালে ঐ পাঙ্গাস মাছ টি ধরা পড়ে। জানা গেছে মাছটির ওজন ছিল ২১ কেজি, যার দাম হয়েছে ৩৩ হাজার ৬০০ টাকা।
জেলে দারগ আলী বলেন আমি অনেক ভোরে নদীতে জাল ফেলি, জাল তুলে দেখি বড় পাঙ্গাস মাছ। তারপর অতি দ্রুত মাছটি জাল থেকে ছাড়িয়ে বিক্রির জন্য ৫ নং ফেরিঘাটে নিয়ে আসি। এই মাছ টি দেখতে অনেক লোকজন ভীড় জমায়। দৌলতদিয়া ৫ নং ফেরীঘাটে মাছ কিনতে আসা বিশিষ্ট মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেয়।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মোট ৩৩ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। তিনি আরও বলেন আমি মুঠোফোনে অনেক জায়গায় যোগাযোগ করেছি মাছটি বিক্রি করার জন্য। সামান্য কিছু লাভ হলেই মাছ টি বিক্রি করে দেবে বলে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান