
জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম সাইফী।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ-উল-আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদে মুসলিম সম্প্রদায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন। এই আনন্দঘন সময়ে আমি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ও সিনিয়র ভাইস চেয়ারম্যান এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
বার্তার শেষে তিনি বলেন, “আসুন, শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন ঈদ উদযাপনের মাধ্যমে আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। ঈদ মোবারক।