
কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ-উল-আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদে মুসলিম সম্প্রদায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন। এই আনন্দঘন সময়ে আমি উপজেলাবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, “নিজেদের ও পরিবেশের স্বার্থে ঈদের সময় পশু কোরবানির পর রক্ত ও বর্জ্য যথাযথভাবে অপসারণ করে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নির্ধারিত স্থানে কোরবানি করা এবং পরিবেশ সংরক্ষণে সকলে সচেতন ভূমিকা রাখবেন—এই আহ্বান জানাচ্ছি।”
সতর্কতা এবং সচেতনতা নিয়ে ইউএনও আরও বলেন, “ঈদের সময় সকলের প্রতি বিনয়ী ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। কোনো ধরনের বিবাদ, দলীয় সংঘর্ষ বা মাদক সেবন থেকে বিরত থাকতে হবে। মাদক প্রতিরোধে সমাজের সকলে সচেতন হোন। এছাড়া, দুর্ঘটনা এড়াতে বেপরোয়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন, ট্রাফিক আইন মেনে চলুন এবং অগ্নিকাণ্ড বা পুকুরে ডোবার মতো দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক থাকুন।”
বার্তার শেষে তিনি বলেন, “আসুন, শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন ঈদ উদযাপনের মাধ্যমে আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। ঈদ মোবারক।