Dhaka 4:00 am, Friday, 18 July 2025

ধোবাউড়ায় সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয়কে বাংলাদেশে পুশইন করে বিএসএফ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ২রা’জুন সোমবার রাত ১টার দিকে ১১৪১ এর ৮ এস পিলার মুন্সিপাড়া বিওপি এলাকাদিয়ে তাদের পুশইন করা হয়। পরে তাদের মুন্সিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে বর্ডারগার্ড বিজিবি।

আটককৃত ১২ জনের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা ছিলেন। কিন্তু ভারতে গিয়ে তারা দেশটির নাগরিকত্বও লাভ করেন।
আটককৃতরা জানান, গত ২৪ মে গুজরাট থেকে সেখানকার পুলিশ তাদের আটক করে। এরপর বিভিন্ন সময় তাদের মারধর করা হয়। এমনকি, তাদের কাছ থেকে মোবাইল, আইডিকার্ড, আদার কার্ডসহ যাবতীয় মালামাল রেখে দেয়।
তারা জানান, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলায়। ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা বাণিজ্য করেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্বও পান। তবে হুট করেই অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে।

এ ব্যাপারে বিজিবি- ৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান বলেন, গতকাল সোমবার রাতে খবর পেয়ে তাদের আটক করা হয়। তাদের থানায় হস্তান্তর করে পরিচয় শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ধোবাউড়ায় সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয়কে বাংলাদেশে পুশইন করে বিএসএফ

Update Time : 06:10:44 pm, Tuesday, 3 June 2025

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ২রা’জুন সোমবার রাত ১টার দিকে ১১৪১ এর ৮ এস পিলার মুন্সিপাড়া বিওপি এলাকাদিয়ে তাদের পুশইন করা হয়। পরে তাদের মুন্সিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে বর্ডারগার্ড বিজিবি।

আটককৃত ১২ জনের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা ছিলেন। কিন্তু ভারতে গিয়ে তারা দেশটির নাগরিকত্বও লাভ করেন।
আটককৃতরা জানান, গত ২৪ মে গুজরাট থেকে সেখানকার পুলিশ তাদের আটক করে। এরপর বিভিন্ন সময় তাদের মারধর করা হয়। এমনকি, তাদের কাছ থেকে মোবাইল, আইডিকার্ড, আদার কার্ডসহ যাবতীয় মালামাল রেখে দেয়।
তারা জানান, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল ও খুলনা জেলায়। ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা বাণিজ্য করেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্বও পান। তবে হুট করেই অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে।

এ ব্যাপারে বিজিবি- ৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান বলেন, গতকাল সোমবার রাতে খবর পেয়ে তাদের আটক করা হয়। তাদের থানায় হস্তান্তর করে পরিচয় শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।