
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। সে সাথে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।
এক শুভেচ্ছা বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, প্রেমের, বিরহ-বেদনা ও সাম্যের কবি নজরুল বাংলা সাহিত্য, সংগীত, সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার লেখনী ধূমকেতুর মতো আঘাত হেনে ভারতবাসীকে জাগিয়ে তোলে। নজরুল পরিণত হন বিদ্রোহী কবিতে। আবার একই সাথে আল্লাহ ও রাসুল ( সা:) শানে অসাধারন সব সঙ্গীত সৃষ্টি নজরুলকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।
সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, নিপীড়ন, অনাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে অগ্নিকণ্ঠে সোচ্চার হয়ে কবি লিখে গেছেন অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, গান।
মোস্তফা আমীর ফয়সল বলেন, গানের বুলবুল নজরুল চির প্রেমের কবি। তার প্রেমিক রূপ প্রবাদপ্রতিম। একাধারে তিনি কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, শিশু সাহিত্যিক, অনুবাদক, প্রাবন্ধিক, সম্পাদক, সাংবাদিক, গীতিকার, সুরকার, স্বরলিপিকার, গীতিনাট্যকার, গীতালেখ্য রচয়িতা, চলচ্চিত্র কাহিনিকার, চলচ্চিত্র পরিচালক, সংগীত পরিচালক, গায়ক, বাদক, সঙ্গীতজ্ঞ ও অভিনেতা।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় কবি নজরুল সাম্যের জয়গান রচনায় সোচ্চার ছিলেন। জাকের পার্টি জীবনের সকল ক্ষেত্রে সাম্যের জয়গান রচনায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।