Dhaka 8:56 am, Friday, 18 July 2025

নড়াইলে প্রথম আলো’র সাংবাদিককে হুমকি, থানায় জিডি।

 

আব্দুল হামিদ শেখ, চিফ রিপোর্টার

নড়াইলে গত ২৫ জানুয়ারি সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে অবস্থিত স্মৃতিস্তম্ভ ও কলেজের পূর্ব পাশের ফটকের পাশের একটি মু্্যরাল ভাঙচুরের ঘটনার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোঃ রাজু শেখ কে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেওয়ার ঘটনায় ২৭ জানুয়ারি সোমবার রাতে মোঃ রাজু শেখ নিজে নড়াইল সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। তিনি দৈনিক প্রথম আলো’র নড়াইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে জিডির বিষয়টি “দৈনিক পূর্ব দিগন্ত” কে নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাজেদুল ইসলাম।

জিডিতে রাজু উল্লেখ করেন, গত ২৫ জানুয়ারি শনিবার রাতে প্রথম আলো’র অনলাইন ভার্সনে একটি সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে ঐদিন রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তার ব্যবহৃত নাম্বারে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।

এ ঘটনার পর তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাজু শেখ “দৈনিক পূর্ব দিগন্ত” কে বলেন, গত ২৫ জানুয়ারি রাতে ‘নড়াইলে নব্বইয়ের গণ-অভ্যুত্থানের দুই ছাত্রলীগ নেতার ভাস্কর্য ভাঙচুর’ শিরোনামের প্রথম আলো’র অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। এর কিছু সময় পরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে গালাগালি ও মামলার হুমকি দেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হুমকির শিকার হয়েছি। এই হুমকি শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র এবং আইনের শাসনের উপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে প্রতি মুহূর্ত পার করছি।

আমি আশা করি, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনবে।

এদিকে সাংবাদিক মোঃ রাজু শেখ কে হুমকির প্রতিবাদ জানিয়েছে জেলায় কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা বলেন, প্রকাশিত সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ার প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগতভাবে হুমকি-ধামকি দেওয়া অপরাধ।

সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি “দৈনিক পূর্ব দিগন্ত” কে বলেন, যেকোনো ভাস্কর্য, স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা দুঃখজনক। সংবাদ প্রচার করে যদি হুমকি পেতে হয়, এটা কোনভাবেই মানা যায় না। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অজ্ঞাত ওই ব্যক্তির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাজেদুল ইসলাম বলেন সোমবার রাতে সাংবাদিক রাজু শেখ নিজে থানায় উপস্থিত হইয়া একটি জিডি করেছেন। এ ঘটনা তদন্ত করে দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নড়াইলে প্রথম আলো’র সাংবাদিককে হুমকি, থানায় জিডি।

Update Time : 06:54:54 pm, Tuesday, 28 January 2025

 

আব্দুল হামিদ শেখ, চিফ রিপোর্টার

নড়াইলে গত ২৫ জানুয়ারি সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে অবস্থিত স্মৃতিস্তম্ভ ও কলেজের পূর্ব পাশের ফটকের পাশের একটি মু্্যরাল ভাঙচুরের ঘটনার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোঃ রাজু শেখ কে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেওয়ার ঘটনায় ২৭ জানুয়ারি সোমবার রাতে মোঃ রাজু শেখ নিজে নড়াইল সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। তিনি দৈনিক প্রথম আলো’র নড়াইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে জিডির বিষয়টি “দৈনিক পূর্ব দিগন্ত” কে নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাজেদুল ইসলাম।

জিডিতে রাজু উল্লেখ করেন, গত ২৫ জানুয়ারি শনিবার রাতে প্রথম আলো’র অনলাইন ভার্সনে একটি সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে ঐদিন রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তার ব্যবহৃত নাম্বারে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।

এ ঘটনার পর তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাজু শেখ “দৈনিক পূর্ব দিগন্ত” কে বলেন, গত ২৫ জানুয়ারি রাতে ‘নড়াইলে নব্বইয়ের গণ-অভ্যুত্থানের দুই ছাত্রলীগ নেতার ভাস্কর্য ভাঙচুর’ শিরোনামের প্রথম আলো’র অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। এর কিছু সময় পরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে গালাগালি ও মামলার হুমকি দেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হুমকির শিকার হয়েছি। এই হুমকি শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র এবং আইনের শাসনের উপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে প্রতি মুহূর্ত পার করছি।

আমি আশা করি, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনবে।

এদিকে সাংবাদিক মোঃ রাজু শেখ কে হুমকির প্রতিবাদ জানিয়েছে জেলায় কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা বলেন, প্রকাশিত সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ার প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগতভাবে হুমকি-ধামকি দেওয়া অপরাধ।

সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি “দৈনিক পূর্ব দিগন্ত” কে বলেন, যেকোনো ভাস্কর্য, স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা দুঃখজনক। সংবাদ প্রচার করে যদি হুমকি পেতে হয়, এটা কোনভাবেই মানা যায় না। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অজ্ঞাত ওই ব্যক্তির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাজেদুল ইসলাম বলেন সোমবার রাতে সাংবাদিক রাজু শেখ নিজে থানায় উপস্থিত হইয়া একটি জিডি করেছেন। এ ঘটনা তদন্ত করে দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।