
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৩(তিপ্পান্ন) পুরিয়া হেরোইনসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়াল্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতর কৃত হলো,রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট থানা/উপজেলা স্থায়ী ঠিকানা কাজীপাড়া গ্রাম বাবু শেখের ছেলে নুরু সেখ(২৭)।থানা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদ পেয়ে ২মে শুক্রবার রাত আনুমান ০৮:০৫ মিনিটের সময় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনাল যাত্রী ছাউনী সংলগ্ন সবুজ শেখ এর পানের দোকানের সামনে পাকা রাস্তার পাশ হইতে মো. নুরু শেখ (২৭)কে উপরোক্ত আলামত সহ ১ জনকে আটক করে থানা পুলিশ।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলার রুজু করা হয়।
গ্রে ফতারকৃত আসামি কে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করl হয়েছে।