
গোয়ালন্দ সর্বস্তরের জনগণের আয়োজনে ইসরায়েল কতৃক গাজায় গনহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১০ টায় ঢাকা- খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আজম আহমেদের সঞ্চালনায় এ সময় সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যাক্ষ কেএম মহিত হিরা, গোয়ালন্দ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জালাল উদ্দীন প্রামাণিক, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবুল হুসাইন, পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা মুফতি আযম আহাম্মদ, গোয়ালন্দ উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু সহ গোয়ালন্দ উপজেলার হাজারো জনগণ উপস্থিত ছিলেন। বক্তরা তাদের বক্তব্যে ইসরাইলী পণ্য বয়কট করার আহবান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে গিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।