
রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইন ও ইয়াবা সহ দুই জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। জানা গেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকার শহীদ মিনারের পাশ থেকে একজন কে ৪০ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করে এবং দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন খানকা শরীফের সামনে থেকে অপর আর একজনকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। মোট দুইজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
হেরোইনসহ গ্রেফতারকৃত যুবকের নাম সাইফুল খান (২৩) সে ফরিদপুর সদর উপজেলার তাইজ্জুদ্দিন মাতব্বর ডাঙ্গী গ্রামের শহিদুল খানের ছেলে। অপর দিকে ইয়াবাসহ আরেক জন মাদক কারবারির নাম শান্ত মোল্লা (২০) সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন হোসেন মন্ডল পাড়া গ্রামের মোঃ সালাম মোল্লা ও মাতা আন্না বেগমের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ২৪ মার্চ দুপুরে সাইফুল খান কে ৪০ পুরিয়া হেরোইন এবং শান্ত মোল্লা কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে থানা পুলিশ।এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় তারপর তাদেরকে সোমবার বিকেলে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তিনি জানান।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 
















