
ফরিদপুরের সদরপুরে ভাতিজি কে ধর্ষনের চেষ্টার অভিযোগে চাচাকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।বাড়ি থেকে বের হয়ে দাদা বাড়িতে যাওয়ার পথে একটি রসুন ক্ষেতে শিশু মিনহা(৭) নামের শিশুর সাথে তার চাচা মোঃ ফারুক শিকদার(৪৫) এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী ওই শিশু পরিবারের। রোববার (২৩মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জাকের শিকদার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার রাতে শিশুটির মা সদরপুর থানায় এসে অভিযোগ দায়ের করে। আটককৃত মোঃ ফারুক শিকদার জাকের শিকদার ডাঙ্গী গ্রামের রাজ্জাক শিকদারের পুত্র। মোঃ ফারুক শিকদারের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্ঠার অভিযোগ পেলে রাতেই তাকে আটক করে সদরপুর থানা পুলিশ।
আজ সোমবার সকাল ১১টার দিকে মোঃ ফারুক শিকদার কে ফরিদপুর জেল হাজতে সোপর্দ করে শিশুটিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে জবানবন্দি নেওয়ার জন্য পাঠিয়েছে সদরপুর থানা পুলিশ।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেন এ ঘটনায় ধর্ষন চেষ্টা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।