Dhaka 12:52 am, Thursday, 17 July 2025

মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

নীলফামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে কটূক্তিমূলক আপত্তিকর পোস্ট করায় সুশান্ত রায় (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত সুশান্ত সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পশ্চিম ধোবাডাঙ্গা পাইকার পাড়া গ্রামের পরেশ বাবুর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ মার্চ নীলফামারী অনলাইন শপ নামে একটি ফেইসবুক গ্রুপে ইটজ সবুজ নামক আইডি থেকে হযরত মোহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) নিয়ে আপত্তিকর পোস্ট করা হয়। তাৎক্ষনিকভাবে জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে ওই পোস্টের বিষয়ে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের এক পর্যায়ে দেখা যায় আপত্তিকর ওই পোস্টটি সুশান্ত রায় নামে এক ব্যক্তি তার নিজের ফেইসবুক আইডিতে শেয়ার করেন। এরপর থেকে সুশান্ত রায় পলাতক ছিল। তাকে ধরতে পুলিশি অভিযানের এক পর্যায়ে গতকাল বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টায় সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের দুবাছুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. ফয়জুল ইসলাম বলেন, ‘ঘটনার পর পরই আপত্তিকর পোস্টকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযুক্ত সুশান্ত রায় কোনো নির্দিষ্ট এলাকায় বেশি সময় অবস্থান করেনি। তিনি দেশত্যাগের উদ্দেশ্যে পার্শ্ববর্তী জেলার সীমান্তবর্তী এলাকায় গেলে তার অবস্থান লক্ষ্য চিহ্নিত করা হয়। কিন্তু পুলিশের নজরদারির কারণে দেশত্যাগে ব্যর্থ হয় সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিই করাই ছিল তার মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিংগারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

Update Time : 08:17:46 pm, Friday, 21 March 2025

নীলফামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে কটূক্তিমূলক আপত্তিকর পোস্ট করায় সুশান্ত রায় (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত সুশান্ত সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পশ্চিম ধোবাডাঙ্গা পাইকার পাড়া গ্রামের পরেশ বাবুর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ মার্চ নীলফামারী অনলাইন শপ নামে একটি ফেইসবুক গ্রুপে ইটজ সবুজ নামক আইডি থেকে হযরত মোহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) নিয়ে আপত্তিকর পোস্ট করা হয়। তাৎক্ষনিকভাবে জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে ওই পোস্টের বিষয়ে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের এক পর্যায়ে দেখা যায় আপত্তিকর ওই পোস্টটি সুশান্ত রায় নামে এক ব্যক্তি তার নিজের ফেইসবুক আইডিতে শেয়ার করেন। এরপর থেকে সুশান্ত রায় পলাতক ছিল। তাকে ধরতে পুলিশি অভিযানের এক পর্যায়ে গতকাল বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টায় সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের দুবাছুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. ফয়জুল ইসলাম বলেন, ‘ঘটনার পর পরই আপত্তিকর পোস্টকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযুক্ত সুশান্ত রায় কোনো নির্দিষ্ট এলাকায় বেশি সময় অবস্থান করেনি। তিনি দেশত্যাগের উদ্দেশ্যে পার্শ্ববর্তী জেলার সীমান্তবর্তী এলাকায় গেলে তার অবস্থান লক্ষ্য চিহ্নিত করা হয়। কিন্তু পুলিশের নজরদারির কারণে দেশত্যাগে ব্যর্থ হয় সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিই করাই ছিল তার মূল লক্ষ্য।