
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ¦ হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক আতিকুর রহমান জরিফ, জসিম মিয়া, টিটু দাস, মো. নজরুল ইসলাম, যুবদল নেতা আব্দুল গফুর, বিএনপি নেতা মো. আবুল হোসেন প্রমুখ।
এ ছাড়াও উপজেলা,পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন চলছে।
শেখ শুক্কুর, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 














