পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় যুবকের মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় মসজিদের ভেতরে পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় সাজু ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জামিরবাড়ী পাটোয়ারীপাড়া জামে মসজিদে ফজরের নামাজের পর এ ঘটনা ঘটে। নিহত সাজু ইসলাম জামিরবাড়ী পাটোয়ারীপাড়ার বাসিন্দা মমিনুর রহমানের ছেলে।

মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব জানান, ফজরের নামাজের পর অন্যান্য মুসল্লিদের সঙ্গে বসে সাজু ইসলাম কোরআন তেলাওয়াত করছিলেন। কিছু সময় পর হঠাৎ তিনি অচেতন হয়ে পড়ে যান। তৎক্ষণাৎ তাকে পর্যবেক্ষণ করা হলে দেখা যায়, তিনি আর বেঁচে নেই। “এটি নিঃসন্দেহে এক সৌভাগ্যপূর্ণ মৃত্যু,” বলেন তিনি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। এতে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জামিরবাড়ী পাটোয়ারীপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সাজুর আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার এই মৃত্যুকে ‘আল্লাহর বিশেষ রহমত’ বলে আখ্যায়িত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় যুবকের মৃত্যু

Update Time : 08:14:44 pm, Wednesday, 23 April 2025

নীলফামারীর ডোমার উপজেলায় মসজিদের ভেতরে পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় সাজু ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জামিরবাড়ী পাটোয়ারীপাড়া জামে মসজিদে ফজরের নামাজের পর এ ঘটনা ঘটে। নিহত সাজু ইসলাম জামিরবাড়ী পাটোয়ারীপাড়ার বাসিন্দা মমিনুর রহমানের ছেলে।

মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব জানান, ফজরের নামাজের পর অন্যান্য মুসল্লিদের সঙ্গে বসে সাজু ইসলাম কোরআন তেলাওয়াত করছিলেন। কিছু সময় পর হঠাৎ তিনি অচেতন হয়ে পড়ে যান। তৎক্ষণাৎ তাকে পর্যবেক্ষণ করা হলে দেখা যায়, তিনি আর বেঁচে নেই। “এটি নিঃসন্দেহে এক সৌভাগ্যপূর্ণ মৃত্যু,” বলেন তিনি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। এতে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জামিরবাড়ী পাটোয়ারীপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সাজুর আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার এই মৃত্যুকে ‘আল্লাহর বিশেষ রহমত’ বলে আখ্যায়িত করেছেন।