গাজীপুরের কালীগঞ্জে ২৫ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় কাউলিতা পূর্ব পাড়া দেওয়ান বাড়ী মোড় এলাকার মোঃ বাদলের মুদি দোকানের সামনে থেকে খোরশেদ (৩২) কে ২৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামী খোরশেদ জাঙ্গালিয়া ইউনিয়নের রয়েন এলাকার মৃত করিম শেখের পূত্র। সে দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৬ তারিখ ২৬/০৪/২৫)।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন প্রতিবেদককে জানান, পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজকে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।