
বেকার মুক্ত দেশ, মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত দেশ চাই ,এই স্লোগানকে সামনে রেখে।
যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার দৌলতদিয়া ঘাট রেস্ট হাউসে বাংলাদেশ মানবাধিকার কমিশন রাজবাড়ী জেলা শাখার ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (NHRCRF) উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভায় মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এম ইব্রাহিম দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. উসমান গনি, জেলা শাখার সাধারণ সম্পাদক রমজান ফকির।
আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. বিলাস বেপারী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
এসময় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় মানুষের মৌলিক অধিকার রক্ষা খাদ্য, বস্ত্র বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। মানবাধিকার লঙ্ঘন রোধে গণমাধ্যম, স্বেচ্ছাসেবী সংগঠন ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বক্তারা।
অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র্যালি ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 


















