
জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল এর নির্দেশে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশব্যাপী ইউনিয়ন জনসভা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বগুড়া জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা শহরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও বগুড়া জেলা সভাপতি মোঃ ফয়সাল বিন শফিক সনি।
সভায় জেলার সকল উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ইউনিয়ন পর্যায়ের সভাপতি এবং সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চেয়ারম্যানের নির্দেশিত ইউনিয়ন জনসভাগুলো সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও উল্লেখ করেন, দেশের জনগণের আস্থা ও সমর্থন অর্জনে জাকের পার্টি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিকে গুরুত্ব দিয়ে আসছে।
সভায় আসন্ন ইউনিয়ন জনসভা বাস্তবায়নে করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং জেলার প্রতিটি ইউনিয়নে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।