
২৭ শে জুন শুক্রবার ভোর পাঁচটার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান পরিচালনা করে। দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০১৫/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযানে মোঃ শাকিল মিয়া (২৪), পিতা: মৃত মনসুর আলী, গ্রাম: নোয়াবাদী, পোস্ট: মেরাসানী, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া—নামক একজন মাদক চোরাকারবারীকে ৯৯৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯৮ হাজার ২ শত টাকা। পরবর্তীতে আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও ২৮ জুন শনিবার ভোরে,সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপি ও ক্যাম্প কর্তৃক পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ৯৫৫ পিস, ইস্কফ সিরাপ ৫০ বোতল, বিয়ার ১০ বোতল, কফি ১২৫ কেজি, সিটি গোল্ডের ১১৬টি মালা, ৩৬টি চুড়ি এবং ১৬টি কানের দুল আটক করা হয়েছে। এসব জব্দকৃত মাদক ও চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা।
বিজিবি’র অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। সীমান্ত নিরাপত্তা ও অবৈধ চোরাচালান দমনে তাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির এর অধিনায়ক জাব্বার আহমেদ।
মোঃ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ 
















