শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় দাশেরজঙ্গল বাজারের একটি রেস্টুরেঁন্টের খাবার খেয়ে একই পরিবারের নারী ও শিশুসহ মোট ১২ জন গুরুতর অসুস্থ হয়ে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রোববার সকালে অসুস্থ ১২ জনকে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে শুক্রবার রাতে উপজেলা দাশেরজঙ্গল বাজারের হলরোড এলাকার ক্যাফে মক্কা রেষ্টোরেন্টে হোটেলে খাবার খাওয়ার পর এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার পৌর এলাকায় দাশেরজঙ্গল বাজারের হলরোড এলাকার একটি ক্যাফে মক্কা রেস্টুরেন্টে নান রুটি মুরগীর গ্রিল – চাপ খেয়ে ৫-৮ ঘণ্টা পর পেটে ব্যথা, বারবার পাতলা পায়খানা ও বমি, জ্বর হতে থাকে। অবস্থা বেগতিক হওয়ায় পরিবারের লোকজন শুক্রবার মধ্যরাতে ও শনিবার ভোর সকালে একের পর এক আক্রান্ত ব্যক্তিকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এখন পর্যন্ত অসুস্থ ১২ জনকে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আফজাল হোসেন বলেন, রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামন্তসার গ্রামের সাইফুল ইসলাম বলেন, ওই হোটেলের খাবার যারাই খেয়েছে তারাই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ক্যাফে মক্কা রেস্টুরেন্টের মালিক মো.শাহাজালা মুঠো ফোনে বলেন, খাবারে কোনো রকমের সমস্যা ছিলোনা যদি এরকম ঘটনা ঘটে থাকে আমাকে জানালে আমি ডাক্তারের টিটম্যান্টসহ যাবতীয় খরচ বহন করতাম।
খাবার খেয়ে অসুস্থ উপজেলার তাসলিমা আক্তার (৩২) বলেন, রাতে ওই হোটেলে খাবার খেয়ে বাড়িতে আসলে । এরপর পেট ব্যথা, বমি এবং পাতলা পায়খানা হতে থাকে। পরে অসুস্থ হয়ে গোসাইরহাট হাসপাতালে ভর্তি হই।
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লাক্সের আবাসিক অফিসার(ভারপ্রাপ্ত) ডা. আফজাল হোসেন বলেন, অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনজন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ।ধারণা করা হচ্ছে খাবারে ফুটপয়জনের কারনে এ ঘটনা হতে পারে।