
পাঁচবিবিতে এনটিভির ২২বছর পেরিয়ে ২৩বছর পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কেক কাটার মধ্য দিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তেসরা জুলাই বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এনটিভি অনলাইন প্রতিনিধি মো. মনোয়ার হোসেনের সার্বিক আয়োজনে পাঁচবিবি উপজেলার হাইওয়ে হোটেল আড্ডাই অনুষ্ঠান এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এনটিভির পথচলা, গণমাধ্যমের ভূমিকা এবং আধুনিক সংবাদ পরিবেশনার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ডালিম, ওসি তদন্ত ইমায়েদুল জাহেদী। পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম,পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সভাপতি আখতার হোসেন বকুল, সহ সভাপতি, মোঃ বদরুদ্দোজ্জাহ সবুজ, সাধারণ সম্পাদক আলকারিয়া চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, মোঃ গোলাম মৌওলা,সদস্য পদে আবেদনকারী সদস্য মোঃ মর্তুজা,এছাড়াও পাঁচবিবি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব, প্রভাষক আজাদ হোসেন , মোঃ দবিরুল ইসলাম, সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সমাজসেবী, অতিথি সহ অনেকেই উপস্থিত ছিলেন।