
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে ২ কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও একটি মাইক্রোবাসসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. রাসেল (২৯)।
মঙ্গলবার দিবাগত রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও (কপালী পাড়া) এলাকায় চান্দুরা-সিঙ্গারবিল পাকা রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়।
অভিযানে অংশ নেয় বিজয়নগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ টিম। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম রকীব উর রাজা।
আটক মো. রাসেল কসবা পৌরসভার কল্যাণসাগর এলাকার বাসিন্দা। তিনি একটি মাইক্রোবাসে করে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে পরিবহন করছিলেন। পুলিশের চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ হাজার ৬০০ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।
এ ছাড়া অভিযানে রাসেলের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালানির সঙ্গে জড়িত রাসেলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রে আরও কারা জড়িত, তা শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।