
জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, মহান ইসলাম প্রচারক, রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণার নির্দেশ দাতা হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহে সাহেবের ওফাত দিবস স্মরণে ফরিদপুর বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ এপ্রিল) মাগরিবের নামাজ শেষে নফল নামাজ, ফাতেহা শরিফ ও মিলাদ শরিফের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বিশ্ব ইসলামী মহাসম্মেলনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল বর্তমান ভয়াবহ বিশ্ব পরিস্থিতি ও ভারতীয় উপমহাদেশের বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, ধর্ম বর্ণ ও বিভিন্ন রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে দেশবাসীকে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান।
তিনি বলেন এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশে বলেছিলাম- এই উপমহাদেশ নিয়ে ভয়াবহ যুদ্ধের ষড়যন্ত্র চলছে। সেই বাস্তবতা কিন্তু আমাদের সামনে উপস্থিত। এই অবস্থায় কঠিন ঐক্য ছাড়া আমাদের সামনে অন্য কোন বিকল্প নাই। জাতিকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষা করার জন্য আমি যদি আরেকটি বিপ্লবের ডাক দেই, আপনারা দলে দলে কাতারে কাতারে দেশবাসীকে সাথে নিয়ে রাজপথে নেমে পড়বেন। জাকের পার্টির লাখ লাখ নেতাকর্মী প্রস্তুত আছে।
শেষ অধ্যায়ে এসে জাকের পার্টির বিরুদ্ধে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। যদি জাকের পার্টির নেতাকর্মীদের গায়ে হাত দেওয়া হয়, এদেশের মানুষ অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠবে। যদি তেমন কোন চেষ্টা করা হয়, আপনারা সারাদেশকে অচল করে দিবেন।
এর আগে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল সামি বলেন, জাকের পার্টি কখনো কোন দলের সাথে জোটভুক্ত ছিলোনা। আমরা কখনোই ১৪ দল কিংবা ৩৬ দলের জোটে ছিলোনা। আমরা সবসময় স্বতন্ত্রভাবে কাজ করেছি। আগামী দিনেও আমরা একইভাবে রাজপথে থাকবো।
উল্লেখ্য, জাকের পার্টির উদ্যোগ উক্ত বিশ্ব ইসলামী মহাসম্মেলনে কয়েক লক্ষাধিক মুসলমানদের সম্প্রদায়ের মানুষের পাশাপাশি হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যোগদান অংশগ্রহণ করেছেন।
বহির্বিশ্ব থেকে জাকের পার্টির সমর্থকরা এই সম্মেলনে এসে অংশগ্রহণ করেন।