
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ ) উপজেলার পূর্ব বাজার হাজীপুর জামে মসজিদ প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সভাপতি মোঃ সেলিম কবির ।এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন জাকের পার্টি ওলামা ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।
এ সময় বক্তারা, সবাইকে জাকের পার্টিতে যোগদান করার জন্য আহ্বান জানিয়ে বলেন দেশে বর্তমানে যে অরাজকতা চলছে তা থেকে পরিত্রাণ পেতে হলে আগামীতে একমাত্র জাকের পার্টি কে নির্বাচিত করে দেশ পরিচালনা করার দায়িত্ব দিতে হবে, তা ছাড়া অন্য কোন দলের পক্ষে এ চলমান অরাজকতা থেকে দেশ মুক্ত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন।