
পবিত্র রমজান উপলক্ষে জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী থানা ও উপজেলা পর্যায়ে প্রথম রমজান হতে আগামী ২৬ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে, তারই ধারাবাহিকতায় জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা ১ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় তার পাশাপাশি আসন্ন মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৬ ইং এর নজরানা ব্যাংক বিতরন করা হয়।
৭ রমজান রোজ শনিবার জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা ১ এর উদ্যোগে চরভদ্রসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন এলাকায় উপজেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী করিমন বেগমের বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে জুম এ্যাপে যুক্ত ছিলেন,জাকের পার্টি ছাত্রীফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ্ আমীর ফয়সল ও কেন্দ্রীয় নেত্রীবৃন্দ, এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর সাংগঠনিক জেলা ১ এর সভানেত্রী, সাংগঠনিক সম্পাদিকা,চরভদ্রসন উপজেলা মহিলাফ্রন্টের সভানেত্রী,কালামৃধা ইউনিয়নের মহিলাফ্রন্টের ধর্মবিষয়ক সম্পাদিকা সহ অনান্য নেত্রীবৃন্দ।