
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রোকেয়া মুনসুর মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা ও কলেজের ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা কলেজ মিলনায়তনে রোকেয়া মনসুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ তিনি বলেন আমার পিতা সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এ মনজুর আলী খুলনার বাড়ি বিক্রয় করে নারী শিক্ষা ও নারী জাগরণের জন্য মহিলা মাদ্রাসা ও মহিলা কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন সে সময় আমার পিতা আমাকে ও মাকে তার স্বপ্নের কথা বলেছিলেন তিনি আরো বলেন আমার মা রোল পেলে করেছিলেন তিনি ওই সময় কলেজ প্রতিষ্ঠার লগ্নে যারা ছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে স্মরণ করেন এই প্রতিষ্ঠানটি করেছিলেন বলে আজ অনেকেই এই কলেজের চাকরি করছেন এবং এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ গড়ে তুলে প্রতিষ্ঠিত হয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার শেখ শফিউল্লাহ, রোকেয়া মনসুর মহিলা কলেজের গভর্নিং বডির পরিচিতি ও বক্তব্য রাখেন সভাপতি এইচ এম রহমাতুল্লাহ পলাশ দাতা সদস্য আলহাজ্ব শেখ শামসুর রহমান, কমিটির হিতৈষী সদস্য কলারোয়া মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, বিদ্যুৎসাহী কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, শেখ নাজমুল ইসলাম অভিভাবক প্রতিনিধি শেখ রেজাউল করিম ও শেখ জাফরুল্লা শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস সহকারি অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ,যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল বিএনপি নেতা শেখ নুরুজ্জামান কলেজে সাবেক কমিটির সদস্য গোলাম মাওলা খায়রুল ইসলাম প্রমূখ। রোকেয়া মনসুর মহিলা কলেজের গভর্নিং বডির নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কলেজের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এইচ এম রহমতুল্লাহ পলাশ অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।