
জামায়াতে ইসলামী বরগুনা জেলার কর্মী সম্মেলন বরগুনা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয়। অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে ২৬ ফেব্রুয়ারী ২০২৫ দুপুর ২ টায় এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি ছিলেন এড: মুয়াযযাম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী, অধ্যাপক জহির উদ্দিন মুহাম্মদ বাবর, আমির বাংলাদেশ জামায়াতে বরিশাল মহানগরী, এ,কে,এম, ফখরুদ্দীন খান রাযী, সদস্য কেন্দ্রীয় মজলিসে শুরা অঞ্চল টীম সদস্য বরিশাল, ডাঃ সুলতান আহমেদ মজলিসে শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর। এছাড়াও আরও অনেক নেতৃবৃন্দ, সামাজিক, পেশাজীবী, সাংবাদিক, ইউটিউবার, মিডিয়ার সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আগামী সংসদ নির্বাচনে অবাদ ভোটদানের অধিকার নির্ধারিত থাকবে, তিনি কোরআন ও হাদিসের আলোকে সুবিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে সকলকে ঐক্যমত হয়ে কাজ করার আহবান করেন। সভায় অন্যান্য বক্তারা বলেন, বিগত ১৭ বছরের জুলুম ও জালিমের শাসন থেকে দেশ মুক্তি পেয়েছে। এখন দরকার একটা সুষ্ঠ নির্বাচন।