
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামের তুরাব আলী বিশ্বাসের স্ত্রী তার নিজ বাড়িতে দোচালা টিনের বসত ঘরের আড়ার সাথে মৃতার পরিহিত কাপড় দিয়ে গলায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,মৃতা হাওয়া বেগম ও স্বামী তুরাব আলী বিশ্বাস এবং মেয়ে তাবিয়া(৩)সহ উল্লেখিত ঠিকানা বসত বাড়িতে থাকতেন। ঘটনার দিন গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি)রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় রাতের খাবার খেয়ে মৃতার স্বামী তুরাব বিশ্বাস তাহার স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী ময়নার বাজার চায়ের দোকানে যায়। পরবর্তীতে মৃতার স্বামী রাত আনুমানিক ১১ ঘটিকায় বাড়িতে এসে তার স্ত্রীকে ঘরের দরজা খোলার জন্য ডাকা ডাকি করিলে ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে জানলার ফাঁকা দিয়ে দেখতে পান, তার স্ত্রী হাওয়া বেগম ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন,তোরাব দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন আসিয়া ঘরের দরজা ভাঙ্গিয়া মৃতা হাওয়া বেগমের মৃতদেহ নামায় চকির ওপর শোয়ায় রাখে। স্থানীয় গ্রাম পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে সদরপুর থানা পুলিশে সংবাদ দেন। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়ন তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
স্থানীয়ভাবে আরো জানা যায় মৃতা হাওয়া বেগম দীর্ঘদিন যাবত মানুষিক বিকার গ্রস্ত ছিলেন। তিনি মাঝেমধ্যেই কাহাকে কিছু না বলিয়া বাড়ি হতে চলিয়া যাইতো।
সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি,আমরা জানতে পেরেছি মৃতা হাওয়া বেগম মানুষিক বিকারগস্ত ছিলেন।