Dhaka 2:03 pm, Friday, 11 July 2025

নড়াইলে স্বল্প সময়ের মধ্যে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০২ জন সদস্য গ্রেফতার

নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ রাসেল শেখ(৩০) ও মোঃ মমিন হোসেন(২৪) নামের ০২ জন চোরকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রাসেল শেখ(৩০) নড়াইল জেলার কালিয়া থানার মোঃ উকিল শেখের ছেলে ও মোঃ মমিন হোসেন(২৪) মাগুরা জেলার পারনান্দয়ালী গ্রামের মোঃ মনিরুল মোল্যার ছেলে।

গত ২১/০২/২৫ খ্রিঃ বিকাল অনুমান ১৭:০০ ঘটিকার সময় নড়াইল সদর থানাধীন আউড়িয়া গ্রামস্থ মাদ্রাসাতু দারুন নাঈম হাফেজিয়া মাদ্রাসার সামনে হতে মোঃ জিহাদুল ইসলাম(২১) এর ব্যবহৃত পালসার লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেল (যার রেজি নং-নড়াইল ল-১১-৫৭৩২, ইঞ্জিন নং-DHZWGE-91945, চ্যাসিস নং MD 2A11CZ8GWE85316) চোরেরা চুরি করে চম্পট দেয়।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনার মোঃ শাহাদারা খান(পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অহিদুর রহমান, এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআই(নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অদ্য ২২ফেব্রুয়ারি’২৫ সকাল ১০ঃ২০ ঘটিকার সময় কালিয়া থানাধীন ২নং পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামস্থ জনৈক সোহান সরদারের বসতবাড়ির উত্তর পাশে পুরুলিয়া হতে রঘুনাথপুর গামী পাঁকা রাস্তার উপর হতে আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে চোরাই মোটরসাইকেল (যার রেজি নং-নড়াইল ল-১১-৫৭৩২) উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দীর্ঘদিনের অবহেলায় জনদুর্ভোগ সিঙ্গারবিল টু কাশিনগর সড়ক

নড়াইলে স্বল্প সময়ের মধ্যে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০২ জন সদস্য গ্রেফতার

Update Time : 09:26:31 am, Sunday, 23 February 2025

নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ রাসেল শেখ(৩০) ও মোঃ মমিন হোসেন(২৪) নামের ০২ জন চোরকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রাসেল শেখ(৩০) নড়াইল জেলার কালিয়া থানার মোঃ উকিল শেখের ছেলে ও মোঃ মমিন হোসেন(২৪) মাগুরা জেলার পারনান্দয়ালী গ্রামের মোঃ মনিরুল মোল্যার ছেলে।

গত ২১/০২/২৫ খ্রিঃ বিকাল অনুমান ১৭:০০ ঘটিকার সময় নড়াইল সদর থানাধীন আউড়িয়া গ্রামস্থ মাদ্রাসাতু দারুন নাঈম হাফেজিয়া মাদ্রাসার সামনে হতে মোঃ জিহাদুল ইসলাম(২১) এর ব্যবহৃত পালসার লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেল (যার রেজি নং-নড়াইল ল-১১-৫৭৩২, ইঞ্জিন নং-DHZWGE-91945, চ্যাসিস নং MD 2A11CZ8GWE85316) চোরেরা চুরি করে চম্পট দেয়।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনার মোঃ শাহাদারা খান(পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অহিদুর রহমান, এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআই(নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অদ্য ২২ফেব্রুয়ারি’২৫ সকাল ১০ঃ২০ ঘটিকার সময় কালিয়া থানাধীন ২নং পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামস্থ জনৈক সোহান সরদারের বসতবাড়ির উত্তর পাশে পুরুলিয়া হতে রঘুনাথপুর গামী পাঁকা রাস্তার উপর হতে আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে চোরাই মোটরসাইকেল (যার রেজি নং-নড়াইল ল-১১-৫৭৩২) উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।