Dhaka 6:43 am, Friday, 18 July 2025

নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্তি শৃঙ্খলার উন্নয়ন এবং সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের উদ্বোধন করেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জার কমান্ডার মোহাম্মদ আব্দুস সামাদ। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, জেলা সিভিল সার্জন ডা.মোঃ হাসিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফইজুল ইসলাম, এন এস আই ও যুদ্ধ পরিচালক ফিরোজ কোবীর মাহমুদ,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম,সূচনা বক্তব্য প্রদান করেন,নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, ‘দেশ গঠনে আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অপরিসীম। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছু হটলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার সহ এ বাহিনীর দক্ষতার উন্নতি করতে হবে। রাতে বাহিনী দ্বারা আধুনিক এবং উন্নত সেবা প্রদান করা সম্ভব হয়।

অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের কল্যাণে ও নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে চলছে।আগামীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ কাজে এই বাহিনীর প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালনের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩৮ জন আনসার সদস্যদের মধ্যে পুরস্কার হিসেবে বাই সাইকেল, সেলাই মেশিন ও ছাতাসহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাবেশে ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, সদর উপজেলা প্রশিক্ষক মো. রকিবুল ইসলামসহ জেলা আনসার ও ভিডিপির সকল কর্মকর্তা কর্মচারী এবং আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 09:23:59 am, Sunday, 23 February 2025

শান্তি শৃঙ্খলার উন্নয়ন এবং সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের উদ্বোধন করেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জার কমান্ডার মোহাম্মদ আব্দুস সামাদ। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, জেলা সিভিল সার্জন ডা.মোঃ হাসিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফইজুল ইসলাম, এন এস আই ও যুদ্ধ পরিচালক ফিরোজ কোবীর মাহমুদ,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম,সূচনা বক্তব্য প্রদান করেন,নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, ‘দেশ গঠনে আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অপরিসীম। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছু হটলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার সহ এ বাহিনীর দক্ষতার উন্নতি করতে হবে। রাতে বাহিনী দ্বারা আধুনিক এবং উন্নত সেবা প্রদান করা সম্ভব হয়।

অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের কল্যাণে ও নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে চলছে।আগামীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ কাজে এই বাহিনীর প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালনের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩৮ জন আনসার সদস্যদের মধ্যে পুরস্কার হিসেবে বাই সাইকেল, সেলাই মেশিন ও ছাতাসহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাবেশে ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, সদর উপজেলা প্রশিক্ষক মো. রকিবুল ইসলামসহ জেলা আনসার ও ভিডিপির সকল কর্মকর্তা কর্মচারী এবং আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।