
গোয়ালন্দ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন সরদারের নেতৃত্বে ও উপজেলা জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের উদ্যেগে, মহান ২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোয়ালন্দ শহিদ মহিউদ্দিন আনসার ক্লাব শহিদ মিনারে পূস্পতস্বক অর্পন করেন গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ।
পূস্পতস্বক অর্পন শেষে সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার্থে দেশ ও জাতির শান্তি কামনাশ বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আঃ ছালাম জেহাদি সাধারণ সম্পাদক ফরিদপুর পদ্মা বিভাগ জাকের পার্টি ওলামা ফ্রন্ট।
এ সময় উপস্থিত মোঃ শহিদুল ইসলাম সভাপতি গোয়ালন্দ পৌর জাকের পার্টি, মোঃ জুয়েল শেখ সাধারণ সম্পাদক গোয়ালন্দ পৌর জাকের পার্টি, মোঃ মোশাররফ ফকির সভাপতি রাজবাড়ী সদর পূর্ব উপজেলা জাকের পার্টি, মোঃ ইয়াকুব প্রামাণিক সদস্য রাজবাড়ী জেলা জাকের পার্টি। মোঃ নিকবার আলী খান যুগ্ম সাধারণ সম্পাদক গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি। আঃ হালিম মোল্লা সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি মৎস্যজীবি ফ্রন্ট, মোঃ মজনু শেখ সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট।কে এম আমিমুল হক আকাশ সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট। মোঃ আমজাদ হোসেন সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট। মোঃ হাবিবুর রহমান হাবি সভাপতি উজানচর ইউনিয়ন জাকের পার্টি। মোঃ আঃ ছালাম মোল্লা সভাপতি পৌর ৪ নং ওয়ার্ড জাকের পার্টি সহ উপজেলা, পৌর, ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।