
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দোয়ারাবাজার পূর্ব উপজেলার সভাপতি, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সহ সুপার মাওলানা মো. মর্তুজ আলীকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে দোয়ারাবাজার উপজেলা আল ইসলাহ।
যুগের মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.) এর খলিফা মাওলানা গোলাম হুসাইন সৎপুরী (রহ) প্রতিষ্ঠিত মাদরাসার গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য নির্বাচনকে ঘিরে এই অপপ্রচারের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল মাদরাসার গভর্নিং বডি নির্বাচনে এলাকার পক্ষ থেকে মাওলানা মো. মর্তুজ আলীকে বিদ্যুৎসাহী সদস্য হিসাবে নির্বাচনের প্রস্তাব উঠে। তিনি মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং তাঁর সন্তানগণ বর্তমানে অত্র মাদ্রাসার শিক্ষার্থী। সে হিসেবে তিনি একজন বৈধ অভিভাবক সদস্য। গভর্নিং বডি নির্বাচনের জন্যে এলাকাবাসীর প্রস্তাব অনুযায়ী শিক্ষানুরাগী এই অভিভাবককে মৌখিকভাবে সদস্য মনোনীত করা হয়।
মাওলানা মো. মর্তুজ আলীর সঙ্গে ব্যাক্তিগত বিরোধ থাকায়
কতিপয় ব্যক্তি তাঁকে “উলামালীগ নেতা” বলে প্রচার করেন। অথচ এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমনকি ব্যক্তিগত বিরোধকে সাংগঠনিক বিরোধে রূপদান করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ‘নরসিংপুর ইউনিয়নের পেইজ’ থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে দোয়ারাবাজার উপজেলার সিংহভাগ জনগণ ফুলতলী মসলকের অনুসারী। যারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, কেবল ব্যক্তিগত বিরোধের জন্যে আল ইসলাহ ও বিএনপিকে মুখোমুখী করা হচ্ছে। যা স্থানীয় রাজনৈতিক সহাবস্থানে বিরূপ প্রভাব ফেলতে পারে। দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহ নেতৃবৃন্দ এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
প্রকাশ থাকে যে, উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা মোঃ মর্তুজ আলী ছাত্র জামানা থেকে সুন্নীয়তের অতন্দ্র প্রহরী ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ও আনজুমানে আল ইসলাহ’র সকল কর্মসূচীতে সর্বাগ্রে অংশগ্রহণের রেকর্ড রয়েছে। বর্তমান সময়ে কাউকে ঘায়েল করতে লীগ তকমা দেওয়ার বিষয়টি খুবই মুখরোচক হয়ে দাঁড়িয়েছে। বাস্তবে মাওলানা মো. মর্তুজ আলী কোনো গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে কখনও জড়িত ছিলেন না। তিনি আল ইসলাহ’র একনিষ্ঠ খাদিম এমনকি বিভিন্ন মসজিদ ও মাদরাসার পৃষ্ঠপোষক। এমতাবস্থায় তাঁর সম্পর্কে কোনো অপপ্রচার কোনোভাবেই সহনীয় নয়। দ্বীন দরদি আলেমকে তকমা দেওয়ার ফলাফল শুভ হবে না। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমন নিন্দনীয় কার্যক্রমে সবাইকে দূরে থাকতে এবং সকল দল ও মতের লোকদের বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ দোয়ারাবাজার পূর্ব উপজেলা নেতৃবৃন্দ।