রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে জিআর সাজা পরোয়ানা ভুক্ত ১ জন ও ওয়ারেন্টভুক্ত ২জন আসামীসহ মোট ৩ জনআসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ৩:৫১ মিনিটের সময়ের দিকে এক প্রেস নোটের মাধ্যমে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলো : জিআর ৩০/২৩ এর আসামী ১। রাজবাড়ী জেলা,গোয়ালন্দ ঘাট থানা
বালিয়াডাংগা গ্রামের মাসুদ বেপারী স্ত্রী
লাকী আক্তার (২৮), ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলো: ২।রাজবাড়ী জেলা,গোয়ালন্দ ঘাট থানা, বিলডাঙ্গা কৃমততলা গ্রামের মনোয়ার শেখের ছেলে সোহান হোসেন, ৩। রাজবাড়ী জেলা,গোয়ালন্দ ঘাট থানা উত্তর দৌলতদিয়া, ১ নং ফেরিঘাট মজিদ শেখের পাড়া, গ্রামের মো. একেন সিকদার, এর ছেলে ইয়াছিন ওরফে এছেম সিকদার (৪০)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
গোয়ালন্দ ঘাট থানা এলাকা অভিযান চালিয়ে
২৩/জানুয়ারি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।