ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি নির্বাচন পরিচালনা কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ধানের শীষের প্রচারণা র্যালীটি। র্যালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী (নাগরপুর-দেলদুয়ার) আসনে মাটি ও মানুষের নেতা রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।