নাগরপুর উপজেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২'জানুয়ারি ২৫খ্রি.) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল -৬ ( নাগরপুর-দেলদুয়ার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়াকে হাত পাখা প্রতিকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মিছিল নাগরপুর উপজেলা গেইট প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে নাগরপুর বাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি আল-আমীন মাজহারী,ইসলামি শ্রমিক আন্দোলন নাগরপুর উপজেলা শাখা সভাপতি মোঃ সবুর মিয়া, ইসলামি যুব আন্দোলন নাগরপুর উপজেলা শাখা সভাপতি মুফতি আব্দুল হাদি, ইসলামি ছাত্র আন্দোলন নাগরপুর উপজেলা শাখা সভাপতি মাওলানা মোঃ ইব্রাহীম খলিল বিন ইমারত, জাতীয় ওলামা মাসায়েক আয়েম্মা পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শহিদুল ইসলাম সিরাজী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।