রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় অভিযানে নিয়মিত চুরি মামলার ২ আসামি শুভ পাল (২১) ও বিকাশ নাথ (৩৪)কে গ্রেফতার করেছে রাজস্থলী থানা পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারী ) এই তথ্য নিশ্চিত করেন রাজস্থলী থানা পুলিশ। আজ শনিবার জেলার রাজস্থলী থানাধীন ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মহব্বত পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রাজস্থলী থানার ওসি,খালেদ হোসেন জানান, গ্রেফতারকৃতরা গত ২৪ সালে বাদী জিসান বড়ুয়ার বাড়ীতে সিঁধেল চুরির ঘটনায় রাজস্থলী থানায় মামলা করা হয়। রাজস্থলী থানার মামলা নং ১/১৭, ৪৫৭ / ৩৮০ পেনাল কোড এর মাধ্যমে আসামীদ্বয়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামী শুভপাল জেলার রাজস্থলী থানাধীন মহব্বত পাড়া এলাকার অনুপ পালের ছেলে। বিকাশ নাথ রাজস্থলী থানাধীন মহব্বত পাড়ার শুধাংশু নাথের ছেলে। স্বর্ণ ও টাকা চুরির মামলার ঘটনার বিষয়ে ১ নং আসামী শুভ পাল বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধি প্রদান করেছে। তিনি আরো বলেন মামলার তদন্ত অব্যাহত থাকবে বলে জানান।